নমুনা ও নমুনায়নের মধ্যে পার্থক্য - Proshikkhon

নমুনা ও নমুনায়নের মধ্যে পার্থক্য

Differences between sample and sampling

নমুনা ও নমুনায়নের মধ্যে ২ টি পার্থক্য হলো:

নমুনা (Sample) নমুনায়ন (Sampling)
১. নমুনা (Sample) হলো সমগ্রকের প্রতিনিধিত্বশীল বা বৈশিষ্ট্য সম্বলিত ক্ষুদ্র অংশ অনুসন্ধান বা বিশ্লেষণের জন্য নির্বাচন করা হয়। ১. যে প্রক্রিয়াতে এই নমুনা সংগ্রহ করা হয় তাকে নমুনায়ন (Sampling) বলে।
২. নমুনা হচ্ছে কোন সমগ্রকের পরিসংখ্যানিক সীমিত উপসেট। ২. নমুনায়ন এমন একটি পরিসংখ্যানিক পদ্ধতি যার সাহায্যে নমুনা নির্বাচন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!