Differences between sample and sampling
নমুনা ও নমুনায়নের মধ্যে ২ টি পার্থক্য হলো:
| নমুনা (Sample) | নমুনায়ন (Sampling) |
| ১. নমুনা (Sample) হলো সমগ্রকের প্রতিনিধিত্বশীল বা বৈশিষ্ট্য সম্বলিত ক্ষুদ্র অংশ অনুসন্ধান বা বিশ্লেষণের জন্য নির্বাচন করা হয়। | ১. যে প্রক্রিয়াতে এই নমুনা সংগ্রহ করা হয় তাকে নমুনায়ন (Sampling) বলে। |
| ২. নমুনা হচ্ছে কোন সমগ্রকের পরিসংখ্যানিক সীমিত উপসেট। | ২. নমুনায়ন এমন একটি পরিসংখ্যানিক পদ্ধতি যার সাহায্যে নমুনা নির্বাচন করা যায়। |
